বিশেষ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর রমজান ব্যাগ গ্রামে গুচ্ছগ্রাম মাছ ধরাকে কেন্দ্র করে চার জন আহত।
এ ঘটনাটি ঘটেছে আজ১৬/০৯/২০২০ইং দুপুর আনুমানিক ২ টার দিকে। সেখন থেকে এলাকাবাসী সূত্রে জানা গেছে,নাইম,সালাউদ্দিন নামে এ দুইজনে মিলে নেট জাল কিনেছিল মাছ ধরার জন্য। নায়েম, অপরপক্ষ সালাউদ্দিন, মিলে ১২ হাজার টাকা দিয়ে জাল কিনেছে।
একপর্যায়ে তাদের দুজনের মাঝে কথা কাটাকাটি হলে, সালাউদ্দিন ৮/১০ জন লোক নিয়ে এলোপাতাড়িভাবে নাইম এর উপর হামলা চালায়।
তখন সে হামলায় আহত হয়েছেন। নাইম(২০), ফেরদৌস(২৩),
মালেকা(৩০), আমিন(৩৬), মাথায় আঘাত,কানে আঘাত,হাত ভাঙ্গা, তাদের মধ্যে মাথার আঘাত গুরুত্বর হয়ায় বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ ব্যাপারে গজারিয়া থানা আমির নামে একজন বাদী হয়ে, একটি লিখিত অভিযোগ দাখিল করেন।গজারিয়া থানার ডিউটি অফিসার এ এস আই মিজানুর রহমান, বলেন একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply