ভারত থেকে মনোয়ার ইমামঃ তার ছিলেন কপিল মনি আশ্রমের প্রধান সেবক। তিনি ভারতের বিভিন্ন যায়গায় থেকে লক্ষ লক্ষ মানুষ আসা এই পূর্ন স্হান এলাকাটি ঘুরে দেখান। খোঁজ খবর নিয়েছেন গঙ্গা সাগর কুম্ভমেলা উপলক্ষে আসা দর্শনার্থীদের কোন সমস্যা হচ্ছে কি না। সেই সঙ্গে তিনি গোটা এলাকা জুড়ে বিভিন্ন দর্শন করতে আসা অতিথিদের সঙ্গে মতবিনিময় করেছেন। এবার গঙ্গা সাগর কুম্ভমেলা উপলক্ষে স্হান করতে আসা দর্শনার্থীদের ভিড় ছিল অন্যবারের চেয়ে কম। তবে পুলিশের টহল দারি ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে নদী পথে চলছে সামরিক বাহিনীর সদস্যদের টহল দারি।সব পূর্ণ স্হান কারিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুতি জোতদার।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply