ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
আজ সকালে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এর গঙ্গায় ধরা পড়েছে আস্তো বিশাল আকৃতির কৈভোল মাছ।তা দেখতে ভীড় জমতে শুরু করেছে। অবশেষে ঐ মাছ নিয়ে সোজা চলে আসে ডায়মন্ড হারবার এর মাছের আড়ৎ নগেন্দ্র বাজারে। এবং ভালো দাম পাওয়ায় ধীবদের মুখে হাসি ফুটেছে। বহু দিন লকডাউন পর এবার দলবেঁধে ধীবরা গভীর সাগরে মাছ ধরতে পাড়ি দিচ্ছে। তবে এবার গভীর সাগরে যাওয়ার পথে গঙ্গা নদীর মোহনায় তাদের জালে ধরা পড়েছে আস্তো বিশাল আকৃতির কৈভোল মাছ।এর আগে গঙ্গা নদীর মোহনায় ধরা পড়েছিল,সুমুদ্রিক বিশাল ভেটকি মাছ। তার ওজন ছিল 60, কেজি। তার পর এই ধরনের মাছ পাওয়া তে স্হানীয় ধীবরদের মনে খুশির হাওয়া বইছে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply