খুলনা প্রতিনিধি ->>
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০,
কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, নগরীর পুকুরগুলো লিজ দেয়া হবে না। এগুলো দৃশ্যমান ও খননের জন্য জার্মান সরকারের দেয়া ৩কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। অনেকে পুকুর লিজ নিয়ে মাছ চাষসহ বিভিন্নভাবে ব্যবসা শুরু করেন। একাজ আর করতে দেয়া হবে না।আজ বৃহস্পতিবার নগর ভবনে জার্মান সরকারের অধীন উন্নয়ন সহযোগী KFW কর্তৃক অর্থায়নকৃত Climate Change Adaptcd Urban Devlopmend Projrctবিষয়ক কর্মশালায় এসব কথা তিনি বলেন।
Leave a Reply