এইচ এম সাগর (হিরামন) খুলনা->>
খুলনা জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য পদে উপ নির্বাচন উপলক্ষে তফশীল ঘোষণা করেছেন খুলনা ২ এর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মাহফুজুর রহমান। উপজেলা পরিষদ বিধিমালা ২০১৬ এর বিধি ১০(৩) অনুযায়ী উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল, ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ৩ রা অক্টোবর প্রত্যাহার এবং ২০ অক্টোবর মঙ্গলবার জলমা ইউনিয়নের প্রগতি মাধ্যমিক বিদ্যালয় সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ পুত্র জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য অভিজিৎ এর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। এবিষয় সহকারী রিটার্নিং অফিসার ও বটিয়াঘাটা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার বলেন,৫ টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বরসহ ৬৫ জন জনপ্রতিনিধি জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের ভোটার। আপনাদের সকলের সহযোগিতা পেলে আশা করি নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।
Leave a Reply