আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি খুলনা।
খুলনা জেলায় স্বামীর পুরুষ অঙ্গ কর্তনকারী স্ত্রী সুবর্ণা বেগম জেল হাজতে।খুলনা মহানগরীর খান জাহান আলী থানাধীন শিরোমনি মধ্যপাড়া এলাকার মৃত আহমেদ শেখের ছেলে সেনা সদস্য আলামীন শেখের (৩৫) নামের এক যুবকের পুরুষ অঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী সুবর্ণা বেগম।
শনিবার (০৫ ডিসেম্বর) দুপুর ১ টার সময় সেনা সদস্য এর পুরুষ অঙ্গ কাটার ঘটনায় ব্যবহৃত বটি খান জাহান আলী থানা পুলিশ নিজ বাড়ী থেকে উদ্ধার করেছে ।
মামলার তদন্তকারি কর্মকর্তা খান জাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই শওকত মাহমুদ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ কে জানান, শনিবার আদালতে ১৬৪ ধারায় জবান বন্দিতে নিজের দোষ স্বীকার করেছেন আলামিন এর স্ত্রী সুবর্ণা।
এ ঘটনায় সেনা সদস্য আলামিন এর বড় ভাই সুলতান শেখ বাদি হয়ে খান জাহান আলী থানায় মামলা দায়ের করেছে মামলা নং ০৩ ।
উল্লেখ্য গত শুক্রবার সেমাই এর ভিতরে ঘুমের ঔষধ দিয়ে নিজের স্বামীকে সেমাই খাওয়ায় স্ত্রী সুবর্ণা সেমাই খাওয়ার পর সেনা সদস্য আলামিন ঘুমিয়ে পড়লে ধারালো বটি দিয়ে পুরুষ অঙ্গ কেটে দিয়ে স্বামীর গলায় পোচ দেয় স্ত্রী সুবর্ণা বেগম।
সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
Leave a Reply