এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>
মুখে মাক্স ব্যবহার না করার অপরাধে পৃথক দু’টি ভ্রাম্যমান আদালত২৫জনের নিকট থেকে ১৪হাজার ৭শ’টাকা জরিমানা আদায় করেছেনে ।
বৃহস্পতিবার দুপুর থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার চুকনগর ও ডুমুরিয়া বাজারে পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ ১৪ ওসহকারি কমিশনার (ভূমি) সজ্ঞীব দাস ১১জনকে জরিমানা করেন ।
Leave a Reply