এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>
ডুমুরিয়ায় বাল্যবিয়ে দেয়ার দু’দিন পর কন্যার পিতাকে ৫ হাজার টাকা জরিমানাসহ ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকালে ডুমুরিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা. সঞ্জীব দাস।
জানা যায়, ডুমুরিয়া বড় বাজারের পাশে মৃত বক্স গাজীর পুত্র মোঃ হাফিজুর গাজী(৩২) তার কন্যা ৫ শ্রেনীতে পড়–য়া ছাত্রীকে গত শুক্রবার বাল্যবিবাহ দিয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা. সঞ্জীব দাসসহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অভিযুক্ত ব্যক্তি হাফিজুর গাজীর দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’র ৮ ধারা এবং দন্ডবিধি ১৮৬০’র ১৮৭ ধারায় কন্যার পিতা হাফিজুরকে ৭দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৭দিনের জেল প্রদান করা হয়।
Leave a Reply