স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ আটক এক মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
১৮জানুয়ারী,সোমবার দুপুরে থানা পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠায়।
সকাল সাড়ে ১১টায় উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম পাড়ের পুলিশ চেকপোষ্টে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটককৃত আব্দুল মজিদ (৩৮) রংপুর সদর উপজেলার বাবুপাড়া এলাকার বাসিন্দা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম পাড়ের পুলিশ চেকপোষ্টে ব্যাটারী চালিত একটি অটোবাইকে তল্লাশি করে ৩ কেজি গাঁজা পাওয়া যায়। পরে গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply