ভারত থেকে সংবাদদাতা মনোয়ার ইমাম। আজ সি বি আই পক্ষ থেকে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সারদা কাণ্ড কেলেঙ্কারি নতুন করে তদন্ত চেয়ে প্রক্তন কলকাতা পুলিশ এর সি পি, সারদা কাণ্ড এর সিট এর প্রধান রাজীব কুমার কে নিজেদের হেফাজতে নিতে আবেদন করেছেন সি বি আই তদন্তকারী কর্মকর্তারা।তারা জানতে চান সারদা কাণ্ড এর টাকা কোন কোন প্রভাবশালী নেতা ও অফিসাররা নিয়েছেন।তার ব্যাখ্যা নিতে তাদের হেফাজতে খুবই দরকার। কারণ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ সি বি আই সারদা কাণ্ড কেলেঙ্কারি র তদন্ত করছে।এর আগে সি বি আই তদন্তের কাজে সাবেক কলকাতা শহর পুলিশ এর সি পি অসহযোগিতা করেছেন। এমন কি ভারত এর শিলং শহর গিয়ে সি বি আই সঙ্গে বৈঠক ব্যার্থ হয়েছে। সারদা কাণ্ড এর মালিক সুদিপ্ত সেন এবং সহকারী দেবযানী মুখ্যারজী কি সুযোগ সুবিধা দিয়েছেন। এবং ঐ টাকা কারা কাটমানি পেয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতা ও পুলিশ অফিসার পেয়েছেন তা পরিস্কার হোওয়া উচিত। তার জন্য অনুরোধ করছে সুপ্রিম কোর্টের কাছে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
Leave a Reply