মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
অনলাইন ডেস্কঃকরোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন’ তৈরির সঙ্গে যুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজিজুর রহমান চৌধুরী পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তাঁর মরদেহ মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আজিজুর রহমান ১৯৮২ সালের ১ জানুয়ারি পুলিশে যোগদান করেন। স্পেশাল ব্রাঞ্চে যোগদান করেন ২০০২ সালে। ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। পরে বিশেষ পারদর্শিতার কারণে সরকার তাঁকে সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়
Leave a Reply