বিশেষ প্রতিনিধি ->>
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইসলামাবাদ ওয়াহেদর পাড়া হাঁসের দিঘীর সামনে নীলাচল পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪: ২৯৩৭) নামের একটি যাত্রীবাহী বাস বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বাসটি নোয়াখালী থেকে কক্সবাজার আসছিল।
আজ (১১ অক্টোবর) রবিবার ভোর ৬ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ঈদগাঁও তদন্ত কেন্দ্রর পুলিশ ও স্থানীয় লোকজন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। সাগর নামে এক যাত্রীর অবস্থা আশংকাজনক। দূর্ঘটনার পরপরেই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল সেন্টার এবং মডেল হাসপাতালে নিয়ে যায় তন্মধ্যে অনেকের অবস্থার অবনতি দেখা দিলে তাদেরকে কক্সবাজারের সদর হাসপাতালে প্রেরন করে। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হন। নোয়াখালী চাটখীল সমপাড়া কলেজ শিক্ষার্থী তারেক আজিজ জানান, নিলাচল পরিবহনের চালক ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ী চালাতে গিয়েই এই দূর্ঘটনাটি ঘটে। আরেকজন যাত্রী বলছেন, দূরপাল্লার গাড়ীটি মাঝপথে কোন বিরতি না দেওয়ার কারনেও চালক রিল্যাক্সের সময় না পওয়ায় দূর্ঘটনাটি ঘটতে পারে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আবদুল হালিম সড়ক দূর্ঘটনায় ২জনের মৃত্যুসহ ১০/১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন
Leave a Reply