বিধান কুমার বিশ্বাস রাজবাড়ী।
রাজবাড়ীর পান্নাচত্ত্বর নান্নুটাওয়ারের এসবিসিএলডিবির সদর শাখায় গতকাল ১২ ই জানুয়ারি মঙ্গলবার দুপুর দুইটার সময় এসবিসিএল ডিবির পণ্য কিনলেই নিশ্চিত পুরস্কার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসবিসিএল ডিবির সর্বোচ্চ দরে পণ্য কিনলেই নিশ্চিত পুরস্কার পাচ্ছেন ক্রেতারা। সর্বনিম্ন ২ হাজার টাকার পণ্য কিনলেই মোটরসাইকেল,টিভি,ফ্রিজ,ওয়াশিং মেশিন,সোনার গহনা সহ আকর্ষণীয় পুরস্কার পাচ্ছেন ক্রেতারা।
মাসিক বিশেষ অফার এ পণ্য ক্রেতাদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসবিসিএল ডিবির আয়োজনে এসবিসিএল ডিবির সদর থানা ইনচার্জ তানভীর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রতিনিধি মজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিসিএল ডিবির রাজবাড়ী জেলা ইনচার্জ,মনিরুজ্জামান মনির,কালুখালী থানা ইনচার্জ,সুলতান আহমেদ,বালিয়াকান্দি থানা ইনচার্জ,জাহাঙ্গীর খান,পাংশা থানা ইনচার্জ,রতন মোল্লা সহ সকল থানা হতে আগত ক্রেতা ও অতিথি বিন্দু।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিন্দু ক্রেতাদের এসবিসিএল ডিবির পণ্য কেনার আহ্বান রেখে পণ্যে ক্রেতাদের নিকট পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply