মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশালের বানারীপাড়ার চাখারে ‘নিরাপদ মাছে গড়বো দেশ মুজিব বর্ষে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে প্রজননক্ষম সময় ডিমওয়ালা মা ইলিশ নিধন বন্ধে জেলেদের নিয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার বিকেল ৫টায় উপজেলার চাখার ইউনিয়নের চিরাপাড়া গ্রামের আদনান হাফেজি মাদরাসা ও এতিম খানা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম বলেন, এলাকার সকলে মিলে জাতীয় সম্পদ মা ইলিশ নিধন বন্ধে ভূমিকা রাখতে হবে।
এবছর বিশ্বের উৎপাদিত ইলিশের ৮৬ ভাগ বাংলাদেশে উৎপাদিত হয়েছে। প্রজননকালে মা ইলিশ নিধন বন্ধে সরকারের পরিকল্পিত কঠোর পদক্ষেপের কারনে এটা সম্ভব হয়েছে। এ অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। ফিরিয়ে আনতে হবে মাছে-ভাতে বাঙালীর গৌরবোজ্জ্বল সোনালী অতীতকে। এসময় তিনি মা ইলিশ নিধনে জড়িত কাউকে ঘটনাস্থল থেকে জালসহ ধরিয়ে দিতে পারলে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সচেতনতামূলক এ সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন,থানার ইন্সপেক্টর(তদন্ত)জাফর আহম্মেদ,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক হাওলাদার,সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন প্রমুখ।
উপজেলা মৎস্য দপ্তরের সহযোগীতায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ও ইউপি সদস্য মো. মেজবাউদ্দিন সোহেল,উপজেলা যুবলীগ নেতা মুনতাকিম লস্কর কায়েস,বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুবলীগ নেতা সুমম রায় সুমন,দুলাল তালুকদার,মশিউর রহমান সুমন ও মো.স্বপন মাঝি,স্থানীয় ইউপি সদস্য লাভলু ও আ. মালেক সরদার,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সম্পাদক মো. সজল চৌধুরী,পৌর স্বেচ্ছা সেবক লীগের সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমূখ
Leave a Reply