বিধান কুমার বিশ্বাস, রাজবাড়ী।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডের পিছনে টয়লেটের ট্যাংকির উপরে ফেলে রাখা নবজাতকের মৃত দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে ঔষধের কার্টুনের মধ্যে রাখা হয়েছে। পরে থানা পুলিশকে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন সাংবাদিককে জানান- হাসপাতালের নৈশ প্রহরী সালাউদ্দি ১৭ই নভেম্বর-২০ মঙ্গলবার রাত ৮.টার দিকে নবজাতক টয়লেটের ট্যাংকির উপরে ফেলে রাখা দেখে জরুরী বিভাগে জানায়, পরে সেখান থেকে বাচ্চাটিকে মৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়। তবে, নবজাতক ওখানে কিভাবে কোথা থেকে আসলো তা জানাযায়নি।
এ ঘটনা ঘটার পর জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
হাসপাতালে ভর্তিকৃত রোগী ও রোগীদের পরিবারবর্গ মনে করেন, হাসপাতালে যদি এ ধরনের ঢিলেঢালা নজরদারি থাকে তাহলে এর চাইতেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ রাত্রের বেলা এই নবজাতক কোথা থেকে আসলো এবং দোতলা থেকে এভাবে ফেলে রেখে চলে গেল হাসপাতালে সিসিটিভি ফুটেজ আছে তা সত্ত্বেও কেন এখনো ধরা হলো না যে এ ধরনের ঘটনা কে বা কারা ঘটিয়েছে।
এ ঘটনা ঘটার পর হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্নের ঢেউ উঠেছে।
Leave a Reply