মোছাঃ জান্নাত জাহা বিশেষ প্রতিনিধি। নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌসভার ৭নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কল্পে রবিবার (১৫ নভেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ সময় প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ ও জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা বলেন স্কুল, পার্ক, কবরস্থান,ঈদগাঁ, রাস্তা ঘাট উন্নত করব এইপৌরসভার আপনাদেরকে সাথে নিয়ে, আপনারা আছেন বলেই আমি আজ এম পি হতে পেরেছি, তাই আপনাদের সুখ মানি আমার সুখ, এটা নিয়েই বেঁচে থাকতে চাই।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব নাসিম পাশা। এ সময় এম পি খোকা পৌরসভা ৭নং ওয়ার্ডে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে রাস্তা পরিদর্শন করেন।আরো উপস্থিত ছিলেন পৌর জাতীয়পার্টির সভাপতি এম এ জামান,সোনারগাঁ উপজেলা জাতীয়পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল।,সাবেক কাউন্সিলির হাজী গরীবে নেওয়াজ , ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান ইমাম,,কাউন্সিল দুলাল,বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসেন লিটু,সেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব জাবেদ রায়হান জয়,বুলবুল আহম্মেদ, আলো আক্তার,জাপা নেতা শহিদ,৭নং ওয়ার্ড সভাপতি হাজী মহিউদ্দীন, মোহান্মদ কাউসার,জীবন আহম্মেদ, ফজলুল হক মাস্টার সহ আরো নেতাকর্মিরা ও ছিলো।
Leave a Reply