ভারত থেকে মনোয়ার ইমাম। ভীড় সামলাতে হিমসিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসন এর। এমন অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ও গোসাবা লঞ্চ ঘাটে। সেই সঙ্গে পর্যটক দের গভীর সুন্দর বন এলাকা ঘুরে দেখাতে নেমে পড়েন বিভিন্ন পযটক সংস্থা। সেই সঙ্গে তারা আয়োজন করেছে ভুরিভোজ এর ব্যবস্থা। সতর্ক প্রশাসন।যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ দৃষ্টি রাখতে চাইছে পুলিশ প্রশাসন। তবে এই ভরা মৌসুমেও লোকডাউন কাটিয়ে সাধারণ মানুষ পর্যটন মুখী হয়েছে। তাতে খুশি পর্যটক এজেন্সি।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply