হুমায়ুন আহমেদ
ষ্টাফ রিপোটার,নওগাঁ
উপ-নির্বাচন: দুই আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
আসন্ন উপনির্বাচনে ঢাকা-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদ এবং নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিযোগিতা করার জন্য দলের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি আলহাজ সালাহউদ্দিন আহমেদ। আর নওগাঁ-৬ আসনে মনোনয়ন পেয়েছেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের চারটি শূন্য আসনে ভোটের জন্য বিএনপির মনোনয়ন বোর্ড দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেন। সাক্ষাতকার শেষে দলীয় মনোনয়ন বোর্ড ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে ধানের শীষ প্রতীকে দুইজন প্রার্থী চূড়ান্ত করেছে।
Leave a Reply