ভারত থেকে মনোয়ার ইমাম। এমন অভিযোগ করেছেন ভারতের বিভিন্ন রাজ্যে একশত প্রক্তন আমলা। সম্প্রতি ভারতের উওরপ্রদেশ এর বিভিন্ন যায়গায় গো হত্যা ও গো মাংস খাওয়া বন্ধ করছে। এবং গরুদের বৃদ্ধি র ফলে কৃষি জমিতে হামলে পড়ছে গো মাতারা। কৃষক বিরোধী বিলের বিরোধিতায় রাস্তায় নেমেছে কৃষক শ্রমিক জনতা। ঠিক তখনই চাষের জমিতে হামলে সবজি সাবাড় করছে গরুর দল।রাখল এর ভয় পাচ্ছে না।একই সঙ্গে উওরপ্রদেশ একের পর এক নারী নির্যাতনের শিকার হতে হচ্ছে এই রাজ্যে। এবং সম্পত্তি লাভ জেহাদি নিয়ে উঠে পড়ে লেগেছে যোগী আদিত্যনাথ নারায়ন এর সরকার। রাস্তায় কোন যুবক ও যুবতী বের হলে তাঁকে লাভ জেহাদি র আওতায় এনে কেস দেওয়া হচ্ছে।এই মত পরিস্থিতি তে দুর্বৃত্তরা সাধারণ মানুষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। চলেছে লুট পাট। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে বৃদ্ধি পেয়েছে। নির্বিকার পুলিশ প্রশাসন।এই অবস্থা দেখে থাকতে না পেরে এর প্রতিকার ও আইন শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করে প্রতিবাদ করেছেন ভারতের বিভিন্ন রাজ্যে থেকে প্রক্তন আমলা রা। এদের মধ্যে কেউ আই এ এস ও আই পি এস এর অফিসার রা। তাদের দাবি এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা শাসন আনতে ব্যার্থ হয়েছে উওরপ্রদেশ বি জে পি শাসিত রাজ্যে এর মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ নারায়ন এর সরকার।এই উওরপ্রদেশ গঙ্গা ও যমুনা নদীর মহামিলন স্হান। এখানে হিন্দু ও মুসলিম ধর্মপ্রাণ মানুষের অনেক মিলন তীর্থ স্থান এই রাজ্যে।এই খানে যদি আইন শৃঙ্খলা বজায় রাখতে সরকার ব্যার্থ হয়। তাহলে কোথায় আইন এর শাসন জারি থাকবে।এর প্রতিবাদ স্বরূপ লিখিত বক্তব্য জানিয়েছেন এই সব আমলারা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply