মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশালের উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও ভূক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের বজলুর রহমান হাওলাদারের ছেলে লম্পট সরোয়ার হাওলাদার(৩৫)বিবাহিত একই গ্রামের মৃত আবুল কাসেম মৃধার মেয়ে গার্মেন্টস কর্মী(৩২)কে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় আত্বীয় স্বজনদের বাড়ীতে নিয়ে সরলতার সুযোগ নিয়ে ফুসলিয়ে ইচ্ছার বিরুদ্ধে রাত্রী যাপন করতে বাধ্য করায় এবং একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছে।
এরই ধারাবাহিকতায় ১ জুলাই দ্রুত তাকে বিবাহ করবে বলে সরোয়ার ওই নারীর কাছ থেকে ধারের কথা বলে নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এর কিছুদিন পরে বিবাহের কথা বলায় সরোয়ার তালবাহানা শুরু করে ।এরপর লম্পট সরোয়ারের কূ-মতলব বুঝতে পেরে কোন উপায়ন্তু না পেয়ে ওই নারী বাদী হয়ে ২৪ নভেম্বর উজিরপুর মডেল থানায় অভিযুক্ত সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
জানা যায় লম্পট সরোয়ার তার বিয়ের কথা গোপন রেখেই গার্মেন্টস কর্মীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করেছে।এব্যাপারে এস.আই বাপ্পি জানান অভিযোগ পেয়ে ২৫ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শণ করেছি এবং ভুক্তভোগী নারীকে মামলা দেয়ার পরামর্শ দিয়েছি। অভিযুক্ত ওই লম্পটকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবি জানিয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন অসহায় নারী
Leave a Reply