মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশালের বানারিপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার ওয়াজেদিয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ জমিয়াতুল মুছলেহীন ইলুহার ইউনিয়ন শাখার সদস্য আলাহাজ্ব মোঃ মোয়াজ্জম হোসেন গত কাল ০৮/১২/২০২০ ইং তারিখ দুপুর ১২.৩০মিনিটে বরিশাল সেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বারদক্য জনিত অসুস্থতায় ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ আজ ০৯/১২/২০২০ ইং তারিখ সকাল ৯ঘটিকার সময় অনুস্টিত হয়। মরহুমের জানাজায় কনকনে শীতকে উপেক্ষা করে শত, শত লোক এসেছে সরজমিনে গিয়ে জানা যায় মরহুম মোয়াজ্জেম হোসে অত্যান্ত বিনয়ি এবং সদআলাপি ছিল টিচার মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোয়াজ্জম হোসেনের মৃত্যুকালে এক স্ত্রী ও তিন ছেলে সন্তান রেখে গেছেন আমরা তার বিদেহির আত্তার মাগফিরত কামনা করছি।
Leave a Reply