সাজ্জাদ মাহমুদ
রাজশাহী জেলা ব্যুরো।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে ৪৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার(৩০ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাচন এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।আড়ানী পৌর-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিন রেজা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুল আলম সার্বিক সহযোগিতা করেন।
আসন্ন আড়ানী পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আড়ানী পৌরসভার নির্বাচনে ১৩ হাজার ৮৮৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৭৮ এবং নারী ৭হাজার ১০৬জন। আড়ানী পৌরসভায় নয়টি ওয়ার্ডে ৯টি ভোটকেন্দ্রে বুথ ৪৬টি। আগামী ১৬ই জানুয়ারী ২০২১ ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত শাহিদুজ্জামান শাহিদ (নৌকা), বিএনপি মনোনীত তোজাম্মেল হক (ধানের শীষ), (নারিকেল গাছ) মার্কা স্বতন্ত্র প্রার্থী মুক্তার আলী এবং আড়ানী পৌর ছাত্রলীগ সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পি (মোবাইল ফোন) মার্কা প্রতীক বরাদ্দ পান বলে জানান নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মোঃশাহিন রেজা।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মুজিবুল আলম নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেন। নির্বাচনী বাঘা উপজেলার আড়ানী পৌরসভার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালনে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃকামাল হোসেন।
Leave a Reply