নিজস্ব প্রতিবেদক আব্দুল রাজ্জাক। রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। গত ২০ নভেম্বার রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন উত্তরবঙ্গ প্রতিদিনসহ কয়েকটি নিউজ পোর্টালে।
রাজশাহীতে ৩৫ হাজার টাকা নিয়ে এসআই জাহাঙ্গীর ছেড়ে দিলেন ৩ আসামীকে,এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিবাদ জানিয়েছেন কাটাখালি থানা (ওসি) জিল্লুর রহমান ও পুলিশের এসআই জাহাঙ্গীর। শনিবার এক বার্তায় তিনি এ প্রতিবাদ জানান।
এসআই জাহাঙ্গীর প্রতিবাদ করে বলেন, ‘যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে-
গতকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত আনু: ৯টার দিকে কাটাখালী থানাধীন টাংগন এলাকার বালুর ঘাট থেকে আটক করা হয় ৩জন মাদক ব্যবসায়ীকে। তাদের নাম হচ্ছে হিলটন, সোহেল ও ইসলাম নামের অজ্ঞাত এক ব্যাক্তিকে। রাজশাহী কাটাখালীর থানার সেকেন্ড অফিসার “এসআই জাহাঙ্গীর” তাদের আটক করে থানায় নিয়ে আসেন রাত ৯.৩০ মিনিটের দিকে।
এরপর শুরু করেন দেন দরবার। ৩ মাদক ব্যবসায়ীকে ছাড়াতে তাদের পরিবারের কাছে দাবি করেন ৬০ হাজার টাকা। অবশেষে ৩৫ হাজার টাকার চুক্তিতে তাদের থানা থেকে ছেড়ে দেন রাজশাহী কাটাখালীর থানার সেকেন্ড অফিসার “এসআই জাহাঙ্গীর”।
ওই শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন।’
এসআই জাহাঙ্গীর বলেন,উক্ত প্রকাশিত সংবাদটির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
Leave a Reply