রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৫ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০২ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে।
যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০১ জন গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ আঃ করিম @ সুমন (২৮)কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ সওদাগর ওরফে মুল্লুক (৪০)কে ৪০০ গ্রাম গাঁজা সহ আটক করে।
রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ আবু বক্কর সিদ্দিক @ রুবেল (৩৫), (২) মোঃ রানা(৩৭)দ্বয়কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ বুলু মিয়া (৪৮)কে ০৩ গ্রাম হেরোইন সহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ আওয়াল (২৮)কে ০১ কেজি ২০ গ্রাম গাঁজা সহ আটক করে। পবা থানা পুলিশ (১) শ্রী বাসু রিশি (৪০)কে ২০০০ মি.লি চোলাইমদ সহ আটক করে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) সনি মুর্মু (২৩)কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ মান্টু @ সান্টু (৪৩), (৩) মোঃ কবির হোসেন (৩৫)দ্বয়কে ৪০০ গ্রাম গাঁজা সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ ইকবাল (৪৫)কে ২০০ গ্রাম গাঁজা সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Leave a Reply