ভারত থেকে সংবাদদাতা মনোয়ার ইমাম স্বর্গ রাজ্য নাম এসেছে এক প্রভাবশালী মধ্যে কলকাতা র বিধায়ক ও চল্লিশ জন পুলিশ অফিসার এর নাম। সেই সঙ্গে উঠে এসেছে বি এস এফ এর ইস্টার্ন কমান্ডের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা র নাম। সম্প্রতি ভারতের আন্তর্জাতিক গরু পাচার কান্ডে ধৃত এনামুল হক কে পশ্চিম বাংলার আসানশোল কারা গারে গিয়ে জিজ্ঞাসা করে জানতে পেরেছে সি বি আই তার এই স্বর্গ রাজ্য চালাবার পিছনে যেমন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা রয়েছেন। তেমনি ভাবে পুলিশের অফিসার রা এবং বি এস এফ ইস্টার্ন কমান্ডের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা রা জড়িয়ে আছে। সম্প্রতি দিল্লি থেকে ধৃত এনামুল হক কে জিজ্ঞেস করে এমন তথ্য উঠে এসেছে।এর আগে এনামুল হক মুর্শিদাবাদ জেলা থেকে অন্ত রাজ্য চোরাচালান যুক্ত থাকায় গ্রেফতার হয়।পরে ছাড়া পেয়ে গরু পাচার ব্যাবসা শুরু করে।জোন হিসেবে মুর্শিদাবাদ ও নদিয়া ও মালদহ ও দিনাজপুর জেলা এবং উওর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা র সীমান্ত এলাকায় দিয়ে গরু পাচার করতে থাকে। এই কাজে তাকে মধ্যে কলকাতা র একজন প্রভাবশালী মহিলা বিধায়ক সাহায্য করে। সেই সঙ্গে তার মাধ্যমে পুলিশ এর বড় কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে। এবং পরে সীমান্ত এলাকায় বি এস এফ এর অফিসার সঙ্গে যোগাযোগ হয়। যোগাযোগ হয় আবগারি দপ্তর এর অফিসার সঙ্গে।এই ভাবে দিনের পর দিন চলতে থাকে তার গরু পাচার।এই গরু গুলো বেশিভাগ সময় বাংলাদেশ পাচার করা হত মোটা টাকা র বিনিময়ে।সি বি আই তদন্তের উঠেছে এসেছে বহু গুরুত্বপূর্ণ ব্যাক্তির নাম। এবং কিছু উচ্চপদস্থ কর্মকর্তা নাম।নাম জড়িয়ে পড়ছে বহু রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের।সি বি আই তদন্তের কাজ গুটিয়ে নিয়ে আসছে। এখন দেখার বিষয় কোন কোন রাঘব বোয়াল ধরা পড়েছে কি না সেটা দেখার বিষয়।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
Leave a Reply