বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হলে নগরের ব্যাপক উন্নয়ন হবে। আপনারা যারা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ আপনারা নৌকার পক্ষে ভোট দিবেন। আনোয়ারুজ্জামান বিজয়ী হলে আপনারা যেকোনো প্রয়োজনে তার কাছে যেতে পারবেন। আপনারা উপকৃত হবেন। সেজন্য ২১ তারিখ সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন। নৌকার বিজয় মানেই উন্নয়ন। নৌকার বিজয় মানেই মানুষের ভাগ্যের পরিবর্তন। পরিশেষে তিনি বলেন, নৌকাকে বিজয়ী করুন উন্নয়ন হবেই।
রবিবার (১৮ জুন ২০২৩ইং) বিকেলে রায়নগরে মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সর্মথনে ১৯ নং ওয়ার্ডের সকল শ্রমজীবী ও কর্মজীবী নাগরিকবৃন্দের আয়োজনে ওয়ার্ড কাউন্সিলর এস.এম শওকত আমীন তৌহিদের সার্বিক সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সদস্য ডা: নাজরা চৌধুরীর পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম পুতুল, মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরী, আব্দুর রহিম সিআইপি,
১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম শওকত আমীন তৌহিদ, জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, যুবলীগ নেতা এসডি সুমেল সহ সকল শ্রমজীবী ও কর্মজীবী নাগরিকবৃন্দ।
Leave a Reply