সিলেট মহানগর বার্তা সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ মহসিন মাসুদের জন্মদিন
সিলেট মহানগর বার্তা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার কার্যকরী নির্বাহী সদস্য মহসিন মাসুদের জন্মদিন আজ।
তিনি রাজনীতির পাশাপাশি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজে।
তাঁর জন্মদিনে সামাজিক, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহল শুভেচ্ছা জানান। ছাড়াকার লোকমান হাফিজ ছড়ায় ছড়ায় শুভেচ্ছা জানিয়ে লিখেন,ঙ
ম্যাজিক ম্যান মাসুদ স্যার
একটি মানুষ হাসি-খুশি
প্রাণ খোলে রোজ হাসেন,
উদার মনের মানুষ তিনি
সবকে ভালোবাসেন।
কঠিন কাজের হয় সমাধান
স্যারের কাছে ইজি,
ভালোবাসা বিলিয়ে দিতে
থাকেন না তো বিজি।
থাকলে দূরে মুঠোফোনে
খবর রাখেন সবার,
ভালোই লাগে উঠতে ফুটে
জুঁই, চ্যামেলি, জবার।
মাসুদ স্যারের জীবন যেনো
আলোকিত হয়,
রাব্বে কারি মের নিকটে
এই চাওয়াটাই রয়।
প্রার্থনাতে নেক হায়াতের
কামনাটাই করি,
হাজার বছর বেচেঁ থাকুন
এই মোনাজাত ধরি।
Leave a Reply