মনোয়ার ইমাম ভারত
বামফ্রন্ট ও ভারতের জাতীয় কংগ্রেস এর শ্রমিক সংগঠন এর ডাকে ২৪ ঘন্টার ভারত বন্ধ চলেছে।এই ভারত বন্ধ এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে গাড়ি গড়া এবং দূরপাল্লার বাস ও ট্রেন বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। জরূরী পরিষেবা বাদে কোন কিছু চলাচল করতে দেখা যাচ্ছেনা।এই বন্ধের বাইরে রাখা হয়েছে হসপিটাল ও শিশুদের দুদ্ধ পরিষেবা এবং বিদৃৎ ও জল বিপ্লবকালীন যোগাযোগ ব্যবস্থা ছাড়া কিছুই ছাড় দেয়া হয়নি। তবে এই বন্ধ বিরোধিতায় রাজপথে নেমেছে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। দোকানে পাট হাটবাজার সকাল থেকে ফাঁকা।কিছু কিছু যায়গায় সামান্য হাটবাজার খুললে তা বেচাকেনা করে ঘরমুখী চাষীরা। কলকারখানা বন্ধ চলেছে।এই বন্ধ কে সাফল্য করতে বিভিন্ন যায়গায় বামফ্রন্ট ও ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও কর্মীরা রাস্তায় নেমেছে। এখনো পর্যন্ত কোন যায়গায় থেকে গন্ডগোল এর খবর আসেনি।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
Leave a Reply