মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।
বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের দাবীতে কলেজ ছাত্রী প্রেমিকার বাড়িতে তিনদিন ধরে অবস্থান। ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকা একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ রয়েছে।
স্থানীয় একধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের দরিদ্র ঘরের মেয়ে ও সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীর সাথে বাড়ির পাশের হারান জয়ধরের ছেলে ও সরকারী গৌরনদী কলেজের ডিগ্রীর ছাত্র সুকদেব জয়ধর দীর্ঘ দুই বছর ধরে প্রেম করে আসছিল। ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে কলেজ ছাত্র সুকদেব একাধিকবার শারীরিক সর্ম্পক করেছেন। ওই প্রেমিকা কলেজ ছাত্রীকে না জানিয়ে তিনমাস পূর্বে গোপনে উজিরপুর উপজেলার কালবিলা গ্রামের দরিদ্র প্রিয়লাল মধুর মেয়ে মঞ্জুরীকে বিয়ে করেন প্রেমিক সুকদেব। এ ঘটনা জানার পরে ওই প্রেমিকা কলেজ ছাত্রী বিয়ের দাবীতে সোমবার রাতে প্রেমিকা সুকদেবের বাড়িতে অবস্থান করেন।
এর পরই প্রেমিক কলেজ ছাত্র সুকদেব বাড়ি থেকে পালিয়ে যায়। বিয়ের প্রলোভন দেখিয়ে সিদুর পড়িয়ে সুকদেব ওই কলেজ ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে শারীরিক সর্ম্পক করে আসছেন। প্রেমিক কলেজ ছাত্রীকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেয় প্রেমিকা। গতকাল বুধবার দুপুরে পর্যন্ত ওই কলেজ ছাত্রী প্রেমিক সুকদেবের বাড়িতে অবস্থান করছেন। এব্যাপারে ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, একটু আগে ওসি আমাকে ঘটনাটি জানিয়েছেন। এখন থানা থেকে লোক পাঠিয়ে মেয়ের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
Leave a Reply