জান্নাত জাহা নারায়ণগঞ্জ প্রতিনিধি। ফতুল্লায় আগুনে পুড়ে একেই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ডিসেম্বর) ভোরে ইসদাইর গাবতলী এলাকায় ইয়াসিন মিয়ার তিন তলা বাড়ীর নিচের তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-ফতুল্লার উত্তর ইসদাইর গাবতলী এলাকার ভাড়াটিয়া রেজা কাজী(৪৫) তার স্ত্রী জমিলা খাতুন(৩৫)ও তাদের মেয়ে মিতু আক্তার (১৫)।রেজা কাজী পাবনার সুজানগর থানার আহম্মদপুর গ্রামের মৃত ইসলামের ছেলে।বাড়ীওয়ালা ইয়াসিন মিয়া জানান,আগুনে সূত্রপাত কীভাবে হয়েছে বলতে পারছি না।তবে মশার কয়েল থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান,আগুনে রেজা কাজীর পুরো শরীর ঝলসে গেছে,তার স্ত্রীরও শরীরের অধিকাংশ পুড়ে গেছে।তাদের দুজনের চেয়ে কম পুড়েছে মিতু আক্তারের শরীর। তবে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
Leave a Reply