সিলেট মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন ইন্তেকাল করেছেন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার (১৯ জুলাই ২০২৩ইং) রাত ৯টা ২০ মিনিটে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা পরিবার-পরিজন ও অসংখ্য আত্মীয়-স্বজন সহ রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের রেখে গেছেন।
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও আওয়ামী লীগের নিবেদিত প্রাণ এডভোকেট বেলালের ইন্তেকালে নগরীতে শোকের ছায়া বহিছে। তাঁর মতো একজন রাজনৈতিক সহযোদ্ধার স্থান কখনো পূরণ হবার নয়।
আগামীকাল বাদ যোহর তার জানাজার নামাজ সদরখলা, খালো পাড় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
Leave a Reply