বিশেষ প্রতিনিধি:
মো: হৃদয় হোসেন
গতকাল রোজ বুধবার বীর মুক্তিযুদ্ধা মোঃরব মুফতিকে দেখিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ছুটে এম পি মৃণাল কান্তি
দাস ।
বীর মোঃরব মুফতি তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের ইসমানি চর গ্রামে বসবাস করেন।তার অসুস্থতার কথা শুনে তার নিজ বাড়িতে ছুটে যান মুন্সিগন্জ ৩ আসনের এম পি মহোদয় মৃণাল কান্তি দাস।
যে বাংলাকে ভালোবাসে সে বঙ্গবন্ধুকে ভালোবাসেন,আর যে বঙ্গবন্ধুকে ভালোবাসে সে ১৯৭১ সালের মুক্তির সৈনিকদের ভালোবাসে।
তাদের একজন বীর মুক্তিযুদ্ধা জনাব রব মুফতি সাহেব।
সেই ভালোবাসার বহিঃপ্রকাশ,বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ,ও মুন্সিগঞ্জ ৩ আসনের মাননীয় এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস।বীর মুক্তিযুদ্ধার অসুস্থতা কথা শুনে সে মুন্সিগঞ্জ থেকে গজারিয়া ছুটে আসেন মুক্তিযুদ্ধার বাড়িতে।
তার সাথে ছিলেন, গজারিয়ার মাটি ও মানুষের প্রানের স্পন্দন ,শিহ্মা অনুরাগী,গজারিয়া মানুষের সেবা করার জন্য যার হৃদয় সব সময় কাঁধে ,সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান জনাব রেফায়েত তো-উল্লাহ খাঁন তোতা।
আরো ছিলেন গজারিয়া ভবিষ্যৎ কর্ণধার, গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মুমিনুল হক টিটু। উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন,
বাউশিয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান মিজানুর রহমান,বালুয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, আরো সাথে ছিলো উপজেলা ছাএলীগের সাধারন সম্পাদক আহমেদ রুবেল সহ বিভিন্ন নেতাকর্মীগন।
তার শরীরের সার্বিক খুজ খবর নিয়ে, আলাপ চারিতার পর,
সে সময় এমপি মহোদয় ও রেফায়েত উল্লাহ খাঁন তোতা, হাজী মুমিনুল হক টিটু বীর মুক্তিযুদ্ধা জনাব বর মুফতি সাহেব কে আশসস্থ্য করেন। তার সুস্থ্যতার জন্য যথার্থ পাশে থাকিবেন।
Leave a Reply